খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শোক দিবস শনিবার (১৩মার্চ)। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের নয় জন এবং বুয়েটের দুই জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের নয় জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন- আরনাজ রিফাত রূপা, মো. মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান, মো. তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।
তখন থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর ১৩ মার্চ এ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ, সকাল ১০টা ১৫ মিনিটে শোকর্যালি ও কটকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১০টা ৪৫ মিনিটে আলোচনা ও দোয়া, বাদ যোহর খুবি কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও এতিমদের সঙ্গে মধ্যাহ্নভোজ, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যা ৭টায় স্থাপত্য ডিসিপ্লিনের আয়োজনে ওয়েবিনারে শোকসভা ও স্মৃতিচারণ।
দিবসটি পালনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধানকে সভাপতি ও ছাত্র বিষয়ক পরিচালককে সদস্য সচিব করে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এমআরএম/কেএআর