ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটির সঙ্গে ইউল্যাবের চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটির সঙ্গে ইউল্যাবের চুক্তি সই রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটির সঙ্গে ইউল্যাবের চুক্তি সই

ঢাকা: পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ার (আরইউডিএন) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

গত ১০ মার্চ মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এ চুক্তি হয়।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং আরইউডিএন ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক ওলেগ ইয়াস্ট্রেবভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

আরইউডিএন ইউনিভার্সিটির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হচ্ছে— দু’টি প্রতিষ্ঠানের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা স্থাপন করা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।