ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিক্যাল পরীক্ষার্থীদের কেন্দ্রে থাকতে হবে সকাল ৮টার মধ্যে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
মেডিক্যাল পরীক্ষার্থীদের কেন্দ্রে থাকতে হবে সকাল ৮টার মধ্যে 

ঢাকা: মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (০২ এপ্রিল)। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাসে অর্ধেক যাত্রী পরিবহন করায় রাজধানীতে তীব্র বাস সংকট সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের হাতে সময় নিয়ে বাসা থেকে বের হতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১১টার দিকে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করায় পরিবহন সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার (০২ এপ্রিল) মেডিক্যাল পরীক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।