ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবার ইউআইইউ’র শিক্ষার্থীরা ফি দিতে পারবেন বিকাশে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
এবার ইউআইইউ’র শিক্ষার্থীরা ফি দিতে পারবেন বিকাশে

ঢাকা: এখন থেকে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি, টিউশন ফি সহ সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এ নিয়ে দেশের ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ফি পরিশোধ সহজ, নিরাপদ, সময় ও খরচ সাশ্রয়ী হল বিকাশের মাধ্যমে।

সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে এই সেবার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর ড. চৌধুরী মফিজুর রহমান, ট্রেজারার ড. মীর ওবায়দুর রহমান এবং বিকাশের হেড অব স্ট্রাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহম্মেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এডুকেশন পেমেন্ট) মাহবুবুর রহমান চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সেবার ফলে বিশ্ববিদ্যালয়টির ১০ হাজার শিক্ষার্থীর মাসিক বেতনসহ সব ধরনের ফি যেকোনো স্থান থেকে যেকোনো সময় পরিশোধ করার সুযোগ তৈরি হল। বিশেষ করে করোনাকালীন এই সময়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়ে নিরাপদে-নির্ঝঞ্ঝাটে বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধের সুযোগ পেলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফি ব্যবস্থাপনাও সহজ এবং সাশ্রয়ী হল।

শিক্ষার্থীরা  এখন  ইউআইইউ’র স্টুডেন্ট ওয়েবসাইট (https://ucam.uiu.ac.bd/) থেকে বিকাশ পেমেন্ট গেটওয়েতে বিকাশ নম্বর, টাকার পরিমাণ, ওটিপি (ওয়ান টাইম পাসওর্য়াড) ও পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করতে পারছেন। পেমেন্ট করা হয়ে গেলে ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন তারা। ফি পরিশোধে কনভিনিয়েন্স চার্জ প্রযোজ্য হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।