ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধর্মতত্ত্ব অনুষদের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
ধর্মতত্ত্ব অনুষদের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে ইবি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইবি (কুষ্টিয়া): আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তিতে ধর্মতত্ত্ব অনুষদের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।  

‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

তবে অন্য সাতটি অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতির তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদটি ইবি ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। যারফলে এ অনুষদের ভর্তি পরীক্ষা ‘ডি’ ইউনিটের মাধ্যমে স্বতন্ত্রভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। তবে বাকি ইউনিটের পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। আগের পদ্ধতি অনুসারেই ‘ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ধর্মতত্ত্ব অনুষদভূক্ত তিনটি বিভাগে মোট আসন রয়েছে ২৪০টি। আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি করে আসন রয়েছে।

উল্লেখ্য, দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ০১ এপ্রিল থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের তারিখ প্রকাশ করেছে। প্রাথমিক আবেদনে বাছাইকৃত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।