ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষক নিয়োগ-পদোন্নয়নের নির্দেশিকা দেওয়ার প্রতিবাদ বাকৃবিতে 

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
শিক্ষক নিয়োগ-পদোন্নয়নের নির্দেশিকা দেওয়ার প্রতিবাদ বাকৃবিতে 

বাকৃবি (ময়মনসিংহ): বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের নীতিমালা প্রণয়নের নামে নির্দেশিকা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।

রোববার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডরে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যপক ড. সুবাস চন্দ্র দাসের সঞ্চালনায় বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান, সোনালী দলের সভাপতি, নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিব ও বিশ্ববিদ্যায়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন বক্তব্য দেন।

মানববন্ধনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।