রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি পুকুর থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অবিস্ফোরিত মর্টাল শেল উদ্ধার করা হয়েছে৷
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে শহীদ শামসুজ্জোহা হল সংলগ্ন পুকুর পাড় থেকে এটি উদ্ধার করে পুলিশ৷ নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, শামসুজ্জোহা হলের পাশে স্বাধীনতাযুদ্ধে ব্যবহৃত একটি মর্টাল শেল পাওয়া গেছে শুনে সেখানে যাই৷ পরে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) খবর দিলে ঘটনাস্থলে র্যাব-৫ এর একটি দল এসে মর্টার শেলটি পর্যবেক্ষণ করে চার পাশে ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে৷
তিনি আরও বলেন, র্যাব আমাদের জানিয়েছে যে এটি যুদ্ধের সময় ব্যবহৃত সেনাবাহিনীর একটি মর্টার শেল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম জানান, দুইদিন আগে তিনি পুকুরে মাছের খাবার দিতে আসেন৷ পুকুর পাড়ে হাঁটার সময় এটি তার পায়ে লাগে৷ পরে তিনি তানজির নামে স্থানীয় এক ব্যক্তিকে জানান। তানজির পরে বিষয়টি পুলিশকে জানান৷
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার শেলটি পরীক্ষা করে দেখবে৷ তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এসআই