ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির কলা অনুষদের নতুন ডিন ড. আসকারী

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
ইবির কলা অনুষদের নতুন ডিন ড. আসকারী ড. রাশিদ আসকারী

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রাশিদ আসকারী। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

ড. রাশিদ আসকারী সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড সরওয়ার মুর্শেদের স্থলাভিষিক্ত হন। ড. রাশিদ আসকারী এর আগে বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের ডিন হিসেবে মেয়াদ শেষ হয়। ইবির আইন ১৯৮০ সংশোধিত আইন ২০১০ এর ২৩ (৪) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রাশিদ আসকারীকে দায়িত্ব দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।  

শুক্রবার থেকে তিনি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।