ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি উপাচার্যের বাসবভনে ছাত্রলীগের তালা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ২, ২০২১
রাবি উপাচার্যের বাসবভনে ছাত্রলীগের তালা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাস ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীরা।  

রোববার (২ মে) দুপুরে ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী সেখানে অবস্থান নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

ছাত্রলীগ নেতাদের দাবি, উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তার শেষ সময় এসে অর্থ বিষয়ক কমিটিতে বড় ধরনের অনিয়মের চেষ্টা করছেন। আজ উপাচার্যের বাসভবনে অর্থ বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুর্নীতির আশঙ্কায় তারা অর্থ বিষয়ক কমিটির সভা হতে দিবেন না।  

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হাসান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত বছর ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছিল। এতে তার দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতা স্পষ্ট। উপাচার্য তার মেয়াদের শেষ সময়ে এসে আজকের সভায় আরও বড় ধরনের অনিয়ম করবেন বলে আমরা আশঙ্কা করছি। এজন্য আমরা মিটিং স্থগিতের দাবিতে অবস্থান নিয়েছি।

এদিকে, চাকরিস্থায়ী করণে দাবিতে উপাচার্যের বাসভবনের পাশে অবস্থা নিয়েছে মাস্টাররোল কর্মচারীরা।  

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, আজ অর্থ বিষয়ক কমিটির মিটিং ছিল। কিন্তু আন্দোলনকারীদের অবস্থানের কারণে কমিটির কেউ উপাচার্যের বাসভবনের ভেতরে প্রবেশ করতে পারেন নি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।