রাবি: করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। টিকা নিতে আগামী ২৪ মে'র মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের।
সোমবার (১০ মে) দুপুরে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা নিতে আগামী ২৪ মে’র মধ্যে নিম্নে নিচের লিংকে (https://sites.ru.ac.bd/studentnid/login/php) নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID) জমা দিতে হবে।
মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এ বছরের ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ড. দিপু মনি ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেন। এখনো পর্যন্ত সে সিদ্ধান্তই বহাল আছে। তবে গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ মে পর্যন্ত সব অফিস এবং ৩০ মে পর্যন্ত ক্লাস ছুটি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ১০, ২০২১
এসআই