ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আটদিন ধরে নিখোঁজ ঢাবি ছাত্র

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, মে ২২, ২০২১
আটদিন ধরে নিখোঁজ ঢাবি ছাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আটদিন ধরে নিখোঁজ রয়েছেন।

শনিবার (২২মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, আমরা হাফিজুরের সন্ধানের জন্য চেষ্টা করছি।

প্রশাসনকে বলা হয়েছে। কেউ তার সন্ধান পেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করছি।

সংশ্লিষ্টরা জানান, ঈদের পরদিন ১৫ মে নিজ বাসা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন হাফিজুর। বন্ধুদের সঙ্গে রাতে কার্জন হলে আড্ডা দেন। রাত ৯ টার দিকে বাড়ির উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করলেও আর বাসায় ফেরেননি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। ছেলের সন্ধান পেতে জিডি করেন তার মা।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, মে ২২, ২০২১
এসকেবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।