ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবি ছাত্রমৈত্রীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ২৯, ২০২১
শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবি ছাত্রমৈত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): আসন্ন জাতীয় বাজেটে ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী।

শনিবার (২৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

সংগঠনের সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অতুলন দাস আলোর সঞ্চালনায় সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি মো. তৌহিদ রহমান।

ছাত্র মৈত্রীর সভাপতি বলেন, ‘শিক্ষাখাতে রাষ্ট্রীয়ভাবে সরকারের বিনিয়োগ করার কথা। কিন্তু আমরা প্রতি অর্থবছরে এই খাতে বরাদ্দের ব্যাপারে উদাসীনতা দেখতে পাই। অতীতে বিভিন্ন সময়ে শিক্ষার সাথে প্রযুক্তিকে জুড়ে দিয়ে অতি চাতুরতার এই খাতে বেশি বরাদ্দ দেখিয়ে আসছে। বিগত ১০ বছরে সরকার এখাতে ১৫ শতাংশ বরাদ্দ অতিক্রম করতে পারেনি। উপরন্তু কমেছে।  

গত ১০ বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে ভগ্নাংশের হিসাবে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ ছিল। ওই বছর ১৪ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০১৭-১৮ অর্থবছরে যা ১২ দশমিক ৬ শতাংশ এবং পরের দুই অর্থবছরে যথাক্রমে ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ, ১১ দশমিক ৬৮ শতাংশ। চলতি অর্থবছরে তা দশমিক শূন্য এক শতাংশ বেড়ে ১১ দশমিক ৬৯ শতাংশে এসে দাঁড়ায়। অর্থাৎ বাজেট বড় হওয়ার কারণে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লে কমেছে শতাংশের হিসাবে।

তিনি বলেন, করোনাকালীন সময়ে শিক্ষাব্যবস্থা যখন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাড়িয়ছে তখন তাকে ফেরাতে শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে ভগ্নাংশের হিসাবে। অন্যদিকে দীর্ঘ প্রায় দেড় বছর থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। এর মধ্যেও থেমে নেই শিক্ষা বাণিজ্য। বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে, কমছে চাকরিতে প্রবেশের বয়সও। করোনা মহামারিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়ে শিক্ষা ও শিক্ষার্থীরা।  

অপরদিকে সরকারি নিয়োগ বন্ধ থাকা, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ‘কর্মচারী ছাঁটাই’ নীতি অনুসরণের ফলে দেশে শিক্ষিত বেকারের কয়েকগুন বেড়েছে। তাই স্বাস্থ্যসুরক্ষার বিষয়টিকে বিবেচনায় রেখেই অনতিবিলম্বে শিক্ষার চলমান অচলাবস্থা কাটিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও শিক্ষাব্যবস্থাকে গতিশীল করতে এই শিক্ষাখাতেই ন্যূনতম ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। একইসঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও বাজেটে বরাদ্দ ও প্রণোদনা রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ২৯, ২০২১
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।