ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের পর শুরু হবে ইবির চূড়ান্ত পরীক্ষা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ১৯, ২০২১
ঈদের পর শুরু হবে ইবির চূড়ান্ত পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি (কুষ্টিয়া) : আসন্ন ঈদুল আজহার ছুটির পর শুরু হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা।  

শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একাডেমিক কাউন্সিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, কোনো বিভাগ পরীক্ষা নিতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি টেকনিক্যাল কমিটি করে দেওয়া হবে। টেকনিক্যাল কমিটির সুপারিশের ভিত্তিতে এবং কমিটির পরামর্শক্রমে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হল খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার থেকে হল খোলার নির্দেশনা যতদিন পর্যন্ত না আসে, ততদিন পর্যন্ত হল খোলা হবে না।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।