ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা উপসর্গ নিয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
করোনা উপসর্গ নিয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু 

কুমিল্লা: করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান।  

রোববার (৮ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।

 

আবুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। গত কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট থাকায় কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে দু’দিন ভর্তি ছিলেন আবুল হাসান। অবস্থার উন্নতি হলে তাকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রোববার সকালে ফের শ্বাসকষ্ট শুরু হলে দুপুরে হাসাপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। আবুল হাসানের জানাজা তার নিজ বাড়িতে এশার নামাজের পর অনুষ্ঠিত হবে।

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি আইনুল হক বলেন, আবুল হাসান কয়েকদিন ধরেই একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি ছিলেন। গত শুক্রবার কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তবে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দুপুরে আবার কুমিল্লা মেডিক্যালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।