ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গমাতার জন্মদিনে বশেফমুবিপ্রবিতে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
বঙ্গমাতার জন্মদিনে বশেফমুবিপ্রবিতে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ 

জামালপুর: যথাযোগ্য মর্যাদায় জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

রোববার (৮ আগস্ট) সকালে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও রাজধানীর বনানীতে পৃথকভাবে  দিনটি উদযাপিত হয়।

যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এদিনের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।  

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  

পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।  

আর রাজধানীর বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী শরীফ উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আবদুল জলিল মিয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।  

এদিকে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।  

রোববার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠেয় ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

আর বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বীরপ্রতীক, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের যুক্ত হওয়ার কথা রয়েছে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।  

আর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী শরীফ উদ্দিন ওয়েবিনার সঞ্চালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।