ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইসিপিসির আঞ্চলিক পর্বে প্রথম হলো ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
আইসিপিসির আঞ্চলিক পর্বে প্রথম হলো ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্বে প্রথমস্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ গত ১৪ আগস্ট অনলাইনে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার ফল সোমবার (১৬ আগস্ট) প্রকাশ করা হয়। এ প্রতিযোগিতায় বাংলাদেশের ১০৮টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশ নেয়। আঞ্চলিক পর্বে বিজয়ীরা আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ প্রতিবছর আইসিপিসি প্রতিযোগিতায় আঞ্চলিক পর্বে অংশ নিয়ে আসছে এবং আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে একাধিকবার অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে সমুন্নত রেখেছে।

বাংলাদেশ সময: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসকেবি/ওএইচি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।