ইবি: অনলাইনেই স্নাতকের ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষার নেওয়ার অনুমোদন দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) সভায় সর্বসম্মতিক্রমে অনলাইনেই পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। পরীক্ষার ব্যাপারে স্ব-স্ব বিভাগে চূড়ান্ত নীতিমালা পাঠানো হয়েছে। যেসব বিভাগ প্রস্তুত রয়েছেন, তারা চাইলে যেকোনো সময় পরীক্ষা শুরু করতে পারে।
জানা যায়, পরীক্ষার নেওয়ার ব্যপারে ইউজিসি থেকে সিদ্ধান্ত আসার পর গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের ১২০ তম একাডেমিক কাউন্সিলে অনলাইন ও স্বশরীরে পরীক্ষা নেওয়ার অনুমোদন দেওয়া হয়।
বিভাগ চাইলে স্বশরীরে অথবা অনলাইনে পরীক্ষা নিতে পারে এমনটাই সিদ্ধান্ত হয় একডেমিক কাউন্সিলে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি টেকনিক্যাল কমিটি গঠন করে দেয়। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। টেকনিক্যাল কমিটি অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া ও পরামর্শ জানতে স্ব-স্ব অনুষদের ডিনদের চিঠি দেয়। সেই মোতাবেক বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নিজেদের সক্ষমতা ও প্রক্রিয়ার বিষয়গুলো ডিনদের কাছে জমা দেয়।
বিভাগ থেকে ডিন অফিস হয়ে এসব পরামর্শ বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের টেবিলে ছিল। সেই নীতিমালা অনুযায়ী উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমানকে প্রধান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি চূড়ান্ত নীতিমালা করে। মঙ্গলবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেই নীতিমালা প্রকাশ করা হয়। সে নীতিমালা অনুযায়ী বিভাগগুলো অনলাইনে পরীক্ষা নিতে পারবে এ মর্মে সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
কেএআর