ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা শুরুর আগেই পরিবহনসহ সব ফি মওকুফের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক আশিকুর রহমান সই করা এক বিবৃতিতে সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু এ দাবি জানান।
এতে বলা হয়, প্রায় দেড় বছর থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা হলে অবস্থান এবং পরিবহন সেবা গ্রহণ করেনি। গত ২৮ জুন, ২০২১ উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র মৈত্রী। পরে উপাচার্য ও কোষাধ্যক্ষ বিষয়টি যৌক্তিক দাবি বলে আখ্যায়িত করে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেন।
হল ও পরিবহন ফি মওকুফের দাবিতে স্মারকলিপি দেওয়ার ৫০ দিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
এতে আরও বলা হয়, গত ১৭ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে শিক্ষার্থীদের সব ধরনের ফি সম্পূর্ণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরুর আগে অনতিবিলম্বে হল, পরিবহন ও সব ধরনের বিভাগীয় ফি মওকুফের ঘোষণার দাবি জানাচ্ছে শাখা ছাত্র মৈত্রী।
বিবৃতিতে ছাত্র মৈত্রীর নেতাদের বলেন, মহামারি করোনায় শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা ক্ষত-বিক্ষত। দেড় বছর হল ও পরিবহন ব্যবহার না করার পরেও ফি আদায় করা সম্পূর্ণ অযৌক্তিক। অনতিবলম্বে হল, পরিবহন ও সব ধরনের বিভাগীয় ফি মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আমরা আশা করি। অন্যথায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের পথে ধাবিত হতে বাধ্য হবে বলেও এতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এএটি