ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ফোবানা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
জবির শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ফোবানা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের স্কলারশিপ সুবিধা দেবে যুক্তরাষ্ট্রের 'ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন' (ফোবানা)।

এ বিষয়ে বৃহস্পতিবার (৭ অক্টোবর) উপাচার্যের কনফারেন্স রুমে  উভয় পক্ষের চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা দিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. শামসুন নাহার, ফোবানা স্কলারশিপের কো-চেয়ারম্যান রেহান রেজা, জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুঁইয়া।

জানা যায়, উত্তর আমেরিকায় অবস্থিত বাংলাদেশিদের সংগঠনগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসার উদ্দেশ্যে ১৯৮৭ সালে যাত্রা শুরু করে ফোবানা। ফোবানা প্রবাসী

বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের একটা সেতুবন্ধন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাংলাদেশি সংস্কৃতির একটা আদান প্রদান তৈরি হয়েছে। আমেরিকা ও উত্তর আমেরিকাজুড়ে কাজ করে এই সংগঠন।  

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।