ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে হচ্ছে এনআইডি ও টিকাকেন্দ্র

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
জবিতে হচ্ছে এনআইডি ও টিকাকেন্দ্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): আগামী দুই-তিনদিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্থাপিত হচ্ছে করোনা টিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বুথ।

মঙ্গলবার (১২ অক্টোবর) জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী দুই-তিনদিনের মধ্যে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে টিকা এবং জাতীয় পরিচয়পত্রের কেন্দ্র স্থাপন করা হবে। এ নিয়ে শিক্ষার্থীদের অস্থির না হওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে সবাইকে টিকার আওতায় আনতে শিক্ষার্থীদের কাছ থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য চেয়ে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ে টিকাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য টিকার সর্বশেষ তথ্য যেমন নাম, শিক্ষার্থীর পরিচয়পত্র, টিকাকেন্দ্রের নাম, প্রথম ও দ্বিতীয় ডোজ, জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর জরুরি ভিত্তিতে দিতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে তাদের কাছ থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করার কথা উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।