ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শনিবার থেকে ১১ ঘণ্টা খোলা থাকবে ইবির গ্রন্থাগার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
শনিবার থেকে ১১ ঘণ্টা খোলা থাকবে ইবির গ্রন্থাগার

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গ্রন্থাগার রাত আটটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যক্রম হবে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, গত ২১ নভেম্বর গ্রন্থাগার কমিটির ৩৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এক শিফটের পরিবর্তে আগের মত দুই শিফটে গ্রন্থাগার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী শনিবার (২৭ নভেম্বর) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থাগারের পাঠকক্ষ চালু থাকবে।

এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, গ্রন্থাগারে পড়ার তীব্র আগ্রহ থাকা সত্বেও ৪টা বাজলেই বের হয়ে যেতে হতো। আগের মত দুই শিফটে চালু হওয়ায় কিছুটা স্বস্তি পেলাম। তবে নিজস্ব বই নিয়ে পড়ার সুযোগ একেবারে সীমিত। এ সুযোগ বাড়ানোর জোর দাবি জানাচ্ছি।

এর আগে করোনাকালীন দীর্ঘ বন্ধের পর গত ৫ অক্টোবর এক শিফটে গ্রন্থাগার চালু হয়। পরবর্তীতে ২৫ অক্টোবর ক্লাস শুরুর পর পুরোদমে গ্রন্থাগার খোলার কথা থাকলেও এক শিফটেই চলতে থাকে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।