ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবার কাফন পরে মৌন মিছিল শাবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এবার কাফন পরে মৌন মিছিল শাবি শিক্ষার্থীদের ছবি - মাহমুদ হোসেন

শাবিপ্রবি (সিলেট): উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

-ছবি মাহমুদ হোসেন

শনিবার (২২ জানুয়ারি) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মৌন মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে জড়ো হয়।

-ছবি মাহমুদ হোসেন

এসময় আন্দোলনরত শিক্ষার্থী হাসিবুর রহমান  বলেন, আমাদের সহপাঠীরা অনশনরত এবং গুরুতর অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। আমরা তাদেরকে এ অবস্থায় রেখে নিরব থাকতে পারি না। এ ভিসি পদত্যাগ না করলে আমরা লাশ হয়ে এখান থেকে ফিরব।

প্রসঙ্গত, গত  (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

 

>>> আরও পড়ুন: সময় যতই গড়াচ্ছে, বাড়ছে মেডিক্যালের যাত্রী

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২২ জানুয়ারি,২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।