ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নীলফামারীতে ১৮,৮৫১ জন প্রার্থী

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

নীলফামারী: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নীলফামারীতে মোট ৫৩টি শূণ্য পদের বিপরীতে অংশ নিচ্ছেন ১৮ হাজার ৮৫১ জন প্রার্থী। অর্থাৎ ১টি পদের বিপরীতে ৩৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।



২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় জেলার ২৫টি কেন্দ্রের মধে নীলফামারী সদরে ১৫টি এবং সৈয়দপুর উপজেলায় ১০টি কেন্দ্রে একযোগে নিয়োগ পরীক্ষা শুরু হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বাংলানিউজকে জানান, ইতিমধ্যে ডাকযোগে বৈধ ১৮ হাজার ৮৫১ জন প্রার্থীর কাছে প্রবেশপত্র পাঠানোসহ পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, মোট ১৯ হাজার ৬২০ জন প্রার্থী আবেদন করলেও বিভিন্ন ত্রুটি থাকায় ৭৬৯ জনের আবেদনপত্র বাতিল করা হয়। জেলার ৬টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জের ২ হাজার ৬০৪ জন, জলঢাকার ৩ হাজার ২৫৭ জন, ডিমলার ৩ হাজার ২৭৮ জন, ডোমারের ২ হাজার ৬৫৮ জন, সৈয়দপুরের ২ হাজার ৮০৬ জন এবং নীলফামারী সদর উপজেলার ৪ হাজার ২৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৩৫৭ জন এবং ১৫ হাজার ৪৯৪ জন নারী প্রার্থী রয়েছেন।
 
জেলা শিক্ষা কার্যালয়ের মনিটরিং অফিসার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জে ৪টি, জলঢাকায় ২৯টি, ডিমলায় ১৪টি, ডোমারে ৫টি ও সৈয়দপুরে ১টি শূণ্য পদ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।