ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আহত রাবি শিক্ষার্থীকে হুইল চেয়ার দিলেন মেয়র

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
আহত রাবি শিক্ষার্থীকে হুইল চেয়ার দিলেন মেয়র

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় আহত শিক্ষার্থী রায়হান প্রামাণিক রিমেলকে হুইল চেয়ার দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমেটরিতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার হুইল চেয়ারটি আহত শিক্ষার্থীকে হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা তারেক নূর, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে ২০ তলা একাডেমিক ভবন নির্মাণাধীন ভবনের সামনে ট্রাকচাপায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক রিমেল গুরুতর আহত হয়। রিমেল বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।