ঢাকা: দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় মোট ৬২১ জন পরীক্ষার্থী শতভাগ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দেশে বিদ্যমান ১২টি ক্যাডেট কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫০ জন, ঝিনাইদহ ক্যাডেট কলেজে ৫৩ জন, মির্জাপুর ক্যাডেট কলেজের ৫১ জন, রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৪৪ জন, সিলেট ক্যাডেট কলেজের ৫১ জন জিপিএ-৫ পেয়েছেন।
রংপুর ক্যাডেট কলেজের ৫২ জন, বরিশাল ক্যাডেট কলেজের ৪৯ জন, পাবনা ক্যাডেট কলেজের ৫৩ জন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫২ জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৫১ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৬ জন এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৫৯ জনের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এমআইএইচ/আরআইএস