ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী শিক্ষা বোর্ডে ১৬২ কলেজের সবাই পাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
রাজশাহী শিক্ষা বোর্ডে ১৬২ কলেজের সবাই পাস

রাজশাহী: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবার ২০০টি কেন্দ্রের মাধ্যমে ৮ জেলার ৭৫৯টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে ১৬২টি কলেজের শতভাগ শিক্ষার্থীই সব বিষয়ে পাস করেছেন।

এর আগে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় এমন কলেজের সংখ্যা ছিল মাত্র ৩৪টি। আর ২০২০ সালে সরকারিভাবে অটোপাসের সিদ্ধান্ত হওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এ শিক্ষা বোর্ডের ৭৫৬টি কলেজের সবাইকেই পাস দেখানো হয়েছিল।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৭ হজার ৪৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৭২৯ জন ও ছাত্রী ৬৯ হাজার ৭৫৫ জন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০০টি কেন্দ্রের মাধ্যমে ৮ জেলার ৭৫৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন।  

এর মধ্যে শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা রয়েছে ১৬২টি। আর পাসের হার ‘শূন্য’ এমন কোনো কলেজ এবারও নেই রাজশাহী শিক্ষা বোর্ডে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতির মধ্যে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা কোনোভাবেই সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীরা বাড়িতে নিয়মিত অ্যাসাইনমেন্ট করেছে এবং জমা দিয়েছে। তাই অনেক প্রতিবন্ধকতার মধ্যেও কঠোর অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফল করেছে। সীমিত সিলেবাসের পরীক্ষা হলেও দেশের মধ্যে ভালো ফলাফল করে ‘রাজশাহী শিক্ষা বোর্ড’ তৃতীয় হয়েছে। ভবিষ্যতেও বোর্ডের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে ছাত্র পাসের হারের ৯৬ দশমিক ৫১ শতাংশ ও ছাত্রী পাসের হার ৯৮ দশমমিক ৫১ শতাংশ।  

মোট জিপিএ-৫ পাওয়া ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৪০০ জন ছাত্র ও ১৮ হাজার ৪০০ জন ছাত্রী রয়েছেন। অর্থাৎ প্রাপ্ত ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় দিক থেকেই রাজশাহীতে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।