ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জুনে এসএসসি পরীক্ষা, আগস্টে এইচএসসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
জুনে এসএসসি পরীক্ষা, আগস্টে এইচএসসি

ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা হবে আগামী জুন মাসে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী আগস্টে অনুষ্ঠিত হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনায় এই তথ্য উল্লেখ করা হয়েছে।

ঢাকা বোর্ডের ওই নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি তুলে ধরা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, চলতি বছরের (২০২২) এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী জুন থেকে আগস্টের মধ্যে হতে পারে।  

করোনা মহামারি পরিস্থিতির কারণে গতবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রুপভিত্তিক তিন বিষয়ে কম নম্বরের ভিত্তিতে হয়েছিল।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমইউএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।