ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

শিক্ষা

এসএসসি ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ১, ২০২২
এসএসসি ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট ফাইল ফটো

ঢাকা: ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ দুটি পরীক্ষার ফরম পূরণ ও প্রস্তুতিমূলক পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

করোনা মহামারির কারণে গত বছর এসএসসি হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি এবং এসএসসির নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে গেল বছর এসএসসি পরীক্ষা নেওয়া হয় নভেম্বরে।

চলতি বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সময়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, সেটি এই মুহূর্তে বলা সম্ভব না। এটি অবশ্যই করোনার গতি প্রকৃতির ওপর নির্ভর করবে, আমরা কতদিন ক্লাস নিতে পারবো। যদিও সংক্ষিপ্ত সিলেবাস ইতোমধ্যে দিয়ে দিয়েছি, সেটা কতদিনে করাতে পারবো তার ওপরে নির্ভর করবে।

তিনি বলেন, আমরা আশা করছি বছরের মাঝামাঝি সময়ে হয়তো নিতে (এসএসসি-এইচএসসি পরীক্ষা) পাারবো। কিন্তু সুনির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।