ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে সশরীরে ক্লাস বুধবার থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০২২
প্রাথমিকে সশরীরে ক্লাস বুধবার থেকে ফাইল ছবি

ঢাকা: দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু হচ্ছে বুধবার (২ মার্চ)। প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তবে প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদান এখনই শুরু হচ্ছে না।

করোনার নতুন ধরনের কারণে গত ২১ জানুয়ারি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে সংক্রমণ কমে আসায় গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। এরই ধারাবাহিকতায় বুধবার শুরু হচ্ছে প্রাথমিকে পাঠদান।

মন্ত্রণালয় জানায়, বুধবার থেকে সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়:১৯৪৩ ঘণ্টা, ১ মার্চ, ২০২২
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।