ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস শোনালেন বীর মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস শোনালেন বীর মুক্তিযোদ্ধা

ঝালকাঠি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা এবং বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে রণাঙ্গনের বর্ণনা শোনার আয়োজন করেছে ঝালকাঠি সরকারি কলেজ কর্তৃপক্ষ।  

রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় সরকারি কলেজের হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ঝালকাঠি সরকারি কলেজের সাবেক ভিপি মো. শহীদ ইমাম পাশা। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত উদ্দিন, ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) মো. ইলিয়াস বেপারী।  

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক (দর্শন) দিলরুবা খানম।  

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন সহকারী অধ্যাপক (রসায়ন) আসাদুজ্জামান রুবেল। এছাড়া বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন।  

অনুষ্ঠান শেষে রচনা লেখা, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।