ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‌ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ পেলেন ববি শিক্ষার্থী আশিকুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
‌ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ পেলেন ববি শিক্ষার্থী আশিকুর

বরিশাল: ২০২২ সালে ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান।  

তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী।

এ স্কলারশিপের আওতায় তিনি ইউরোপের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ জন শিক্ষার্থী ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ পেয়েছেন।

ইরামুস মুন্ডুস স্কলারশিপ প্রাপ্ত আশিকুর রহমান বলেন, ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ পেয়ে আমি খুবই আনন্দিত। বিশ্ব র‍্যাঙ্কিং এর ওপরের দিকে থাকা ইউরোপের ন্যূনতম দুইটি থেকে চারটি (২-৪) বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবো। দুই থেকে চারটি (২-৪) ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে আমার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।

তিনি আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষা জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে নিজেকে তৈরি করেছি। ৩য় বর্ষ থেকে শিক্ষকদের সঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি এবং শিক্ষকদের সঙ্গে কয়েকটি পেপার বিশ্বের বিভিন্ন জার্নালে প্রকাশ করেছি। আমাদের বিভাগের শিক্ষকরা অনেক হেল্পফুল। তাদের সহযোগিতা আমাকে এ স্কলারশিপ পেতে সহায়তা করেছে। আমি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।

১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্ববধানে শুরু হয় ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ। এই স্কলারশিপে কমপক্ষে দুইটি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এখানে প্রায় ১২০শ’র অধিক সাবজেক্ট বা কোর্স রয়েছে। এই প্রোগ্রাম কাজের অভিজ্ঞতা, গবেষণাপত্র, কো-কারিকুলাম এক্টিভিটি থেকে শুরু করে সব বিষয়েই গুরুত্ব দেওয়া হয়‌। এই প্রোগ্রামে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৩টি বিষয়ে পড়াশুনা করতে পারবে। তিনশর বেশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ২৮৫টি প্রোগ্রামে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও ১৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতি বছর ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।