ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইএসইউ বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
আইএসইউ বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

ঢাকা: যাত্রা শুরু করলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শনিবার (১৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনের উদ্বোধন করেন আই এস ইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করে বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক অটুট রাখতে হবে, সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকারও আহ্বান জানান তিনি।

ড. অলি আহাদ ঠাকুর বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের সেতুবন্ধনের মাধ্যম হচ্ছে এই বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আইএসইউ এর সবার সম্মিলিত প্রয়াসের উপহার এই এসোসিয়েশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম। সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ISU), মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, এমবিএ প্রোগ্রামের সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মনিরুল হাসান মাসুমসহ সাবেক শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীরা। আইএসইউ বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে উৎপল দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তফা কামালসহ ৩৬ সদস্যের প্রথম কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।