ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

বাগেরহাটে ৩১২ শিক্ষার্থী পেলেন জেলা পরিষদের বৃত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ১০, ২০২২
বাগেরহাটে ৩১২ শিক্ষার্থী পেলেন জেলা পরিষদের বৃত্তি

বাগেরহাট: বাগেরহাট ৩১২ জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন বৃত্তি দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১০ মে) দুপুরের দিকে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তির টাকা দেওয়া হয়।



বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, সহকারী প্রকৌশলী আওলাদ হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাগেরহাটের ৯টি উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের ৩১২ জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীর মধ্য ৯ লাখ ৩৬ হাজার টাকা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১০,. ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।