ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেবার-কাস্টেল আর্ট কম্পিটিশনে তিন লাখ প্রতিযোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১২

ঢাকা: বিশ্বের অন্যতম লেখনী এবং অঙ্কন-সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ফেবার-কাস্টেলের (জার্মানি) আয়োজনে শুরু হয়েছে দেশব্যাপী প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘ফাবার-কাস্টেল আর্ট কম্পিটিশন ২০১২’। আর এ প্রতিযোগিতায় সারা দেশের তিন হাজার ২শটি স্কুল থেকে প্রায় তিন লাখ প্রতিযোগী অংশগ্রহণ করছে।



তিন রাউন্ডব্যাপি এই প্রতিযোগিতা ১ মার্চ শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত।

প্রতিযোগিতার প্রথম পর্ব প্রত্যেকটি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে এবং পরবর্তীতে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে দেশের উল্লেখযোগ্য ষোলটি শহরে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়।

সব বয়সের স্কুল শিক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের প্রতিভাবান অঙ্কন-শিল্পীরা উঠে আসবে বলে আশা করা যাচ্ছে।

প্রতিযোগিতায় প্রতি রাউন্ডের বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এছাড়া প্রত্যেক প্রতিযোগীর জন্যই থাকছে বিশেষ পুরস্কার।

এই প্রতিযোগিতার আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশে ফেবার-কাস্টেলের একমাত্র পরিবেশক ফাস্ট গ্রুপ এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে রেডিও ফুর্তি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।