শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ৮১ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে নতুন দুটি বাস সংযোজন করা হয়েছে। এ নিয়ে গত ৫ বছরে পরিবহনপুলে ১৬টি বাস সংযোজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
মঙ্গলবার (৩১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ বাস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, গত ৫ বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৬টি নতুন বাস ক্রয় করা হয়েছে। কয়েক মাসের মধ্যে আরো ২টি বাস কেনা হবে। আমরা আশা করছি দ্রুতই আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট সমাধান হবে।
শিক্ষার্থীদের আবাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে চলমান মেয়েদের ফজিলাতুন্নেসা মুজিব হল ও ছেলেদের সৈয়দ মুজতবা আলী হলের কাজ শেষ পর্যায়ে। আগামী এক-দুই বছরের মধ্যে শতভাগ মেয়ে শিক্ষার্থীরা এবং ৮০ শতাংশ ছেলে শিক্ষার্থীরা হলে থাকতে পারবে। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড অন্যান্য বিশ্ববিদ্যালয় অনুসরণ করছে।
বিশ্ববিদ্যালয়ে সুশাসনের কথা উল্লেখ করে উপাচার্য, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে শতভাগ সুশাসন নিশ্চিত করা হয়েছে। এখানে কোনো ধরনের দুর্নীতি হয় না। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে অনেক এগিয়ে গেছে। তবে এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়ষন্ত্র, অপচেষ্টা ও মিথ্যাচার চালাচ্ছে। তাই আমাদেরকে চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ডিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, কর্মকর্তা সমিতির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান পারভেজ, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
এসআইএস