ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির সাবেক উপ-উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়নি দুদক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুন ৯, ২০২২
রাবির সাবেক উপ-উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়নি দুদক

রাবি: ঢাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন কেনায় সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও অন্যান্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বৃহস্পতিবার (০৯ জুন) দুদকের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে অভিযোগ সংক্রান্ত তদন্ত কার্যক্রম সমাপ্ত ঘোষণার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও অন্যান্যের বিরুদ্ধে ঢাকায় অতিথি ভবন ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুদক কর্তৃক অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

জানা যায়, ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন ঢাকায় জমিসহ ১৩ কোটি ২৬ লাখ টাকায় রাবির অতিথি ভবন কেনে। এতে জমির মূল্য ১১ কোটি এবং ভবন নির্মাণ ব্যয় দুই কোটি ধরা হয়। তবে দরপত্র ছাড়াই কেনা ওই জমির মূল দলিলে জমির মূল্য সাড়ে ৩ কোটি টাকা উল্লেখ করা হয়। অথচ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ১১ কোটি টাকা মূল্য দেখিয়ে অনুমোদন করা হয়। দলিল ও সিন্ডিকেটে অনুমোদন করা অর্থে ৮ কোটি টাকার গড়মিল ধরা পড়ে।  

বিষয়টি নিয়ে ২০১৭ সালের ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবিরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।