ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন প্রকৌশলী আনিছুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
কুয়েটে রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন প্রকৌশলী আনিছুর রহমান

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা।

রোববার (১৭ জুলাই) তিনি রেজিস্ট্রার পদে যোগ দেন বলে জানিয়েছেন কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার মো. রবিউল ইসলাম।

 

প্রকৌশলী মো. আনিছুর রহমান গত ৫ মার্চ ২০২১ থেকে ১৬ জুলাই ২০২২ পর্যন্ত কুয়েটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ-প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বিআইটিসমূহ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে তিনি গত ১ সেপ্টেম্বর ২০০৩ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুয়েটে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর কার্যালয়ে গত ১ জুলাই ২০০৭ থেকে ২৪ মে ২০১৭ পর্যন্ত উপ-পরিচালক ও ২৫ মে ২০১৭ থেকে ৪ মার্চ ২০২১ পর্যন্ত অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।