জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুরের রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খান মো. ওয়ালিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সৈয়দ ফারুক ইতোপূর্বে ১০ বছরের বেশি সময় ধরে জবির ডেপুটি রেজিস্ট্রার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে তথ্য ও প্রকাশনা কর্মকর্তা পদে নিয়োগ পান। পরে তিনি জবির গণসংযোগ কর্মকর্তা পদে যোগদান করেন। অতঃপর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) পদে পদোন্নতি লাভ করেন।
উল্লেখ্য, সৈয়দ ফারুক হোসেন বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লেখালেখি করেন। ছাত্র জীবন থেকেই বিভিন্ন জাতীয় পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন তিনি। ছোট বেলা থেকেই লিখতেন গল্প ও কবিতা। তাঁর অসংখ্য প্রবন্ধ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। জাতীয় ও আর্ন্তজাতিক জার্নালে তাঁর অনেক গবেষণামূলক প্রবন্ধ ও সৃজনশীল নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি সাংবাদিকতার প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন। তার লেখা গ্রন্থগুলো হচ্ছে- ‘রক্তাক্ত আরাকান: মানবিক বাংলাদেশ’, বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম, মুজিববর্ষে বাংলাদেশ, চিত্রা, প্রজায়িনী ইত্যাদি। তন্মধ্যে প্রজায়িনী তাঁর একমাত্র কাব্যগ্রন্থ। তিনি ১৯৭১ সালের ১৫ জানুয়ারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসআরএস