ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ ভর্তি: কুমিল্লায় ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯৪.৭২ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
গুচ্ছ ভর্তি: কুমিল্লায় ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯৪.৭২ শতাংশ

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।  

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়।

এবার দেশের ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়।

এবারের গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষায় কুবির তত্ত্বাবধানে ‘এ’ ইউনিটে কুমিল্লার নয়টি কেন্দ্রে অংশ নেন ৮ হাজার ৫৩৫ জন ভর্তিচ্ছু, অনুপস্থিত ছিলেন ৪৭৬ জন। উপস্থিতির হার শতকরা ৯৪ দশমিক ৭২ শতাংশ, অনুপস্থিত ছিলের ৫ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, আমরা ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি উপলক্ষ্যে নানাবিধ পদক্ষেপ নিয়েছি। তাছাড়া নিরাপত্তার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও রোভার স্কাউটস এবং বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করেছে। পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।