ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত সেই বেলায়েত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত সেই বেলায়েত

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাসের ধাক্কায় আহত হয়েছেন ৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আলোচনায় আসা বেলায়েত শেখ।

শনিবার (৩০ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে বের হলে গাজীপুরের শ্রীপুর থেকে ভবানীপুরগামী বাসের ধাক্কায় আহত হন তিনি।

 

দুর্ঘটনার বর্ণনা দিয়ে বেলায়েত শেখ বলেন, বাসটি আমাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমার মেরুদণ্ডের নিচের হাড়ে ব্যথা পাই। প্রাথমিক চিকিৎসা নিয়েছি। ভর্তি পরীক্ষায় অবশ্যই অংশ নেবো।

ভর্তি পরীক্ষা নিয়ে বেলায়েত শেখ বাংলানিউজকে বলেন, আমি ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। বাবা অসুস্থ থাকায় পরীক্ষায় অংশ নিতে পরিনি। ২০১৭ সালে আমি আবার নবম শ্রেণীতে ভর্তি হই।  

২০১৯ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে ৪.৪৩ ও ২০২১ সালে মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪.৫৮ নিয়ে এইচএসসি পাস করি। আমার রেজাল্ট  বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শর্ত পূরণ করায় আবেদন করি।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।