ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নীলফামারীর সেরা শিক্ষা কর্মকর্তা রেহেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
নীলফামারীর সেরা শিক্ষা কর্মকর্তা রেহেনা রেহেনা ইয়াসমিন

নীলফামারী: নীলফামারী জেলার সেরা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন সৈয়দপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন।  

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ আগস্ট) উপজেলা পরিষদের পক্ষ থেকে মাসিক সমন্বয় সভায় ওই কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় রেহেনা ইয়াসমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।  

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি, উপজেলা প্রকৌশলী আলী রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী প্রমুখ।

রেহেনা ইয়াসমিন সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সহকর্মীদের চোখে তিনি বেশ বিনয়ী ও কাজ পাগল একজন মানুষ। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে মঙ্গলবার কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে জেলার সেরা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।