গাইবান্ধা: বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা শেখাতে গাইবান্ধার পলাশবাড়ীতে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঢোলভাঙ্গা বহুমূখী উচ্চ বালিকা বিদ্যালয়ে এ স্টোর উদ্বোধন করা হয়।
এর আগে দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নবিউল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন।
বিশেষ অতিথির বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলিউল ইসলাম বাদল, সহসভাপতি আইম মিজানুর রহমান ও বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চৌধুরী চপলসহ অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা। বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা পণ্যে দাম লেখা থাকবে। তবে এখানে কোনো বিক্রেতা থাকবে না। যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্সে দাম দিয়ে যাবে। এসব শিশুই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।
এভাবে ছোট থেকে সততার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দেশ দুর্নীতিমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআই