ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারী পরিচয়ে হিজড়ারা সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
নারী পরিচয়ে হিজড়ারা সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারবেন ইসি ভবন

ঢাকা: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে হিজড়ারা প্রার্থী হতে পারবেন। তবে হিজড়াকে নারী হিসেবে পরিচয়ের প্রমাণ দিতে হবে।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এমন তথ্য দেন।
 
তিনি বলেন, যেহেতু সংরক্ষিত আসনে ভোটাভুটি হয়না, তাই নির্বাচনটা এগিয়ে আনতে চাই।

আগে ১৭ ফেব্রুয়ারির তফসিল ঘোষণার কথা বললেও তা এগিয়ে এনে ৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
 
সরকার ইতিমধ্যে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভোটার হওয়ার ফরমে এখনো বিষয়টি অন্তর্ভূক্ত করেনি নির্বাচন কমিশন। সেখানে হিজড়া ব্যক্তি নিজেকে, নারী অথবা পুরুষ হিসেবে দাবি করার অপশন দেওয়া আছে।
 
সংরক্ষিত আসনে কোনো হিজড়া প্রার্থী হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, হিজড়া তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন। তবে যদি ভোটার হওয়ার ফরমে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তিনি প্রার্থী হতে পারেন।
 
সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী, দেশের যে কোনো যোগ্যতাসম্পন্ন নারীই সংরক্ষিত আসনের প্রার্থী হতে পারবেন। তবে একজন প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যদের মধ্য থেকে।
 
এবার সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে বেশ কয়েকজন হিজড়া দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।