বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জিএম সাহাতাব উদ্দিন বলেন, নির্বাচন ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি লোক এনে আচরণবিধি ভঙ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা আমার কাছে যখন মনোনয়নপত্র জমা দিয়েছেন তখন পাঁচজনই ছিল। বেশি আসেনি। কাজেই আচরণবিধি ভঙ হয়নি।
তফসিল অনুযায়ী, এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২১ মার্চ।
এ আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রের ৭৩৪টি ভোটকক্ষে ৩ লাখ ১২ হাজার ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৭৭জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫০৪জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সদ্য বিজয়ী মেয়র ফজলে নূর তাপস এ আসন থেকে পদত্যাগ করার আসনটি শূন্য হয়। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি এ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ইইউডি/ওএইচ/