সাভার ব্যাংক কলোনি থেকে: শীতের আবহ থাকলেও নির্বাচনী তাপ-উত্তাপ নেই সাভার পৌরসভা ভোটারদের মধ্যে।
রাজধানী ঢাকার মূল শহর পেরিয়ে হেমায়েতপুর পযর্ন্ত সব স্বাভাবিক থাকলেও সাভার ব্যাংক কলোনি আসতেই চোখ আটকে গেল পোস্টারে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে ব্যাংক কলোনি এলাকায় পৌছে এমনই দৃশ্য চোখে পড়ে।
সরেজমিনে দেখা যায়, রাস্তা দোকানপাট সব জায়গা ঠাসা পোস্টারে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাদা-কালো পোস্টারে সয়লাব চারদিক। পরিচয় দিয়ে চা দোকানি তারা মিয়ার কাছে জানতে চাইলাম ভোটের আবহাওয়া, বললেন আগের মতই চলছে। জানালেন বিকেলের পর থেকে লোকজন বেশি হয় তবে ভোটের বেচাকেনা এখনও শুরু হয়নি।
পাশে বসা স্থানীয় ব্যবসায়ী হাসমত আলী বলেন, এটা ৬নং ওয়ার্ড। তবে পোস্টারই যা তবে ভোটের প্রচারণা তেমন শুরু হয়নি।
দোকানে চা খেতে আসা স্থানীয় ব্যবসায়ী বুলবুল বললেন, ভোট কি এখন হইব, ভোট হয় আগের রাতে। ভোটের আগের রাতেই হয় আসল ভোট।
আগের রাতের বিস্তারিত জানতে চাইলে তিনি স্মিত হাসি দেন। জানালেন, তিনি এ এলাকায় ব্যবসা করেন এবং ভোটার হয়েছেন।
আরেক চা দোকানি মেহেদী হাসানের কাছে জানতে চাইলাম ভোটের বাজার, নৌকা ও ধানের শীষের খবর।
জানালেন এখনো তেমন কোনো প্রচারণা নেই। নাম জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থীর নাম বলতে পারলেও বিএনপির প্রার্থীর নাম জানাতে পারলেন না।
ভোর বেলায় বৃষ্টি হওয়ায় প্রচন্ড শীত নেমেছে। চায়ের দোকানে জনসমাগম হতে শুরু হয়েছে। আলাপ জমে উঠতেই চা খেতে আসা এক ব্যক্তি বললেন আমার বাড়ি ২৭ জন ভোটার, কিন্তু ১টা কার্ড পাইনা। এইবার ভোট দিমু না। নাম জানতে চাইলে খেদ নিয়ে বললেন নাম দিয়া কি কাম, যে কার্ড দেব তারে ভোট দিমু।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
বিএস