মেহেরপুর: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এসব জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কাথুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ঝর্না খাতুনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আহমেদ আলীকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ২০০ টাকা জরিমানা ও সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বাংলানিউজকে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
এদিকে, মোটরসাইকেলের কাগজপত্র কাছে না থাকায় মেয়র আহমেদ আলীর সমর্থক চৌগাছা গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুস সামাদকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এমজেড