ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টেলিভিশনে প্রিমিয়ারের পর ৭ সিনেমা হলে ‘রেডিও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
টেলিভিশনে প্রিমিয়ারের পর ৭ সিনেমা হলে ‘রেডিও’ রিয়াজ আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘রেডিও’। ইতোমধ্যেই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইয়ে।

গেল ৭ মার্চ বিকেল ৩টায় অনন্য মামুন পরিচালিত সিনেমাটি প্রচারিত হয়।

নতুন খবর হচ্ছে, শুক্রবার (১৭ মার্চ) দেশের সাতটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করেই (১৭ মার্চ)-এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন।

তিনি জানান, ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা)-তে দেখা যাবে সিনেমাটি। এছাড়া ঢাকার বাইরে উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)-এ সিনেমাটি দর্শকরা দেখতে পারবে।

‘রেডিও’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। এছাড়াও অভিনয় করেন জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, প্রাণ রায়, সাইফুল বাবু, ইলমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।