ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিকেলে টিএসসিতে ‘সঞ্জীব উৎসব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
বিকেলে টিএসসিতে ‘সঞ্জীব উৎসব’ সঞ্জীব চৌধুরী

আজ সোমবার (২৫ ডিসেম্বর) প্রয়াত সাংবাদিক ও সংগীতব্যক্তিত্ব সঞ্জীব চৌধুরীর জন্মদিন। প্রতি বছর এই দিনটি উপলক্ষে আয়োজন করা হয় ‘সঞ্জীব উৎসব’।

 

বরাবরের মতো এবারও হচ্ছে সেই আয়োজন। আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে বসছে ‘সঞ্জীব উৎসব’।

সেখানে গান পরিবেশন করবেন একদল সংগীততারকা। এদের মধ্যে আছেন লিমন, জয় শাহরিয়ার, মুয়ীজ মাহফুজ, সন্ধি, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, শতাব্দী ভব, অর্ঘ্য, ঘুণপোকা, রাজেশ মজুমদার ও রাশেদ।

আয়োজকরা জানান, ২০১০ সাল থেকে নিয়মিত এই উৎসবের আয়োজন করা হয়।

সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।  

তিনি গায়ক হিসেবে বেশ পরিচিত ছিলেন। পাশাপাশি একজন খ্যাতিমান সাংবাদিকও ছিলেন। দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে কাজ করা সঞ্জীব ভূমিকা রেখেছেন হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনেও।

সঞ্জীব চৌধুরী বাইল্যাটারাল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ২০০৭ সালের ১৫ নভেম্বর আকস্মিকভাবে অসুস্থ বোধ করার কারণে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর নভেম্বর ১৯ আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন। ওই সময় তার বয়স হয়েছিল ৪২ বছর।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।