ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

শ্রদ্ধা ও ভালোবাসায় সুচিত্রা মিত্রর চিরবিদায়

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
শ্রদ্ধা ও ভালোবাসায় সুচিত্রা মিত্রর চিরবিদায়

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় পিস হেভেন সংরক্ষণাগার থেকে তার মরদেহ নিয়ে আসা হয় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।

সেখানে কবিগুররু আবক্ষ মূর্তির তলায় মরদেহ শায়িত রাখা হয় আধঘণ্টা। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. করুণাসিন্ধু দাসসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা।

সেখান থেকে শোকমিছিল করে নিয়ে যাওয়া হয় কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র রবীন্দ্র সদন প্রাঙ্গণে। সেখানে রাজ্য সরকারের তরফে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্য বামফ্রন্ট সভাপতি বিমান বসুসহ অগণিত সাধারণ মানুষ। এখানে মরদেহ রাখা হয় দুই ঘণ্টা।

তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রবীতীর্থ-তে। এখানে শ্রদ্ধা জানান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়সহ পুরসভার পৌরপিতারা।

সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার কেওড়াতলা মহাশশ্মানে। সেখানেও উপস্থিত হয়েছিলেন তার অগণিত ভক্ত ও সাধারণ মানুষ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দুপুর ১টা ৪৫ মিনিটে মহাশশ্মানের ৩ নম্বর বৈদুৎতিক চুল্লিতে সুচিত্রা মিত্রের শেষকৃত্য সম্পন্ন হয়।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।