ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন চলচ্চিত্র শিল্পী ও পরিচালকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন চলচ্চিত্র শিল্পী ও পরিচালকরা

ভারতীয় ছবি আমদানি ও প্রদর্শনের বিরুদ্ধে অংশ নিয়েছেন আমাদের দেশের চলচ্চিত্রশিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। ১৯ জানুয়ারি দুপুরে এফডিসির সামনের রাস্তায় জড়ো হয়ে মানববন্ধনে অংশ নেন তাঁরা।

এরপর ভারতীয় ছবি প্রদর্শনের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা।

১৯ ও ২০ জানুয়ারি এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শাকিব খান, রুবেল, অমিত হাসান, ওমর সানি, জায়েদ খান, শাহ রিয়াজ, এ টি এম শামসুজ্জামান, নিরব, ইমন, শাহনূর, নাসরিন, মিশা সওদাগর, মৌসুমী, সোহানুর রহমান সোহান, মিজু আহমেদ, আজিজ রেজা, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, দেলোয়ার জাহান ঝন্টু, রকিবুল আলম রকিব, গাজী মাহবুব, শাহিন সুমন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজসহ আরও অনেকে।

পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার বলেন, আমরা সরকারের উপরের স্থরে দৃষ্টি আকর্ষণের এই স্মারক লিপি দিচ্ছি। আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রী দেশীয় চলচ্চিত্র রুক্ষায় তাঁর পিতার মত অগ্রণী ভূমিকা নিবেন।

আগামী শুক্রবার দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হিন্দি ছবি ওয়ান্টেড। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশে হিন্দি ছবি প্রদর্শনের সুযোগ তৈরি হচ্ছে। এ ছাড়া আরও তিনটি ভারতীয় ছবি প্রদর্শনের অপেক্ষায় রয়েছে।

** ‘বিজাতীয় চলচ্চিত্র বন্ধে প্রয়োজনে আবারো রক্ত দেবো’

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।